আমাদের পরিচিতি;
মোরাল মাইলস্টোন্স অব ইউথ ইংরেজিতে Moral Milestones Of Youth (MMOY) হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত মানবিক ও সামাজিক সংস্থা,যা বিশ্বের ২৩ টি দেশে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও রাষ্টীয় নিয়মকানুন ও আদেশ নির্দেশ অনুসরণ করে বাংলাদেশের দেশীয় আইনের বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত রেখে অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিরলস কাজ করছে এবং বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি অঞ্চলে ও সৃষ্টির জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত সৃষ্ট সমস্ত ধর্মে বরাবরই মানবতার কল্যাণের জন্য নির্দেশনা দিয়ে গেছে,আমরা মনে করি প্রতিটি জাতির আলাদা আলাদা ধর্ম বর্ণ গোত্র আচরণ নিয়ম নীতি বিধি বিধান পোশাক চেহারা ও গায়ের রং ধরণ ইত্যাদি ভিন্ন ভিন্ন করে সৃষ্টি কর্মকর্তাই পৃথিবীকে সৃজন করেছেন। এ পৃথিবীতে কোন মানব গোষ্ঠী বা জাতি মায়ের গর্ভ থেকে ধর্ম নিয়ে আসেনি। পৃথিবীতে আবির্ভাব হওয়ার পরই নির্ধারণ বা বিবেচনা করা হয়েছে কে কোন জাতের বা ধর্মের। সুতরাং গোটা পৃথিবীর মানুষ নামক প্রাণীকে এটাই মেনে নিতে হবে যে, ধর্মের রীতিনীতি বিধি বিধান ও আচার আচরণ এবং ঈমান আকিদ্বা যার যার জাতি ও গোষ্ঠীগত অভিপ্রায় কিন্তু মানবতাই শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ নৈতিক অবলম্বন।
তাই মোরাল মাইলস্টোন্স অব ইউথ বিশ্বাস করে মানবের নৈতিকতা,মানবতা ও সহমর্মিতার মাধ্যমে সৃজনশীল মানুষের পাশাপাশি তরুণ সমাজই পারে একটি শান্তিপূর্ণ,ন্যায়ভিত্তিক ও আদবশীলতার মধ্য দিয়ে ভালবাসার চাষাবাদ করে পৃথিবীকে গড়ে তুলতে পারবে স্বর্গের মৌলিক উদাহরণ। MMOY তরুণদের নৈতিক ও অহিংস মানবিক কর্মযজ্ঞের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ করে দায়িত্বশীল সমাজে নম্রতা এবং বিনয়ী ভাবধারার রূপরেখা গঠন করে ইতিবাচক মনোভাব, ইতিবাচক চেতনা ও সচেতন বিবেকবোধে পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।
আমরা MMOY পরিবারের সকল নিবেদিত দায়িত্বশীলগন এই মর্মে বদ্ধপরিকর যে,বাংলাদেশে এই রূপরেখা ও তার চর্চা,গবেষণা গুলোর ব্যবহার শতভাগ নিশ্চিত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে শ্রেষ্ঠ মানবিক,চেতনাশীল ও বিনয়ী জাতি হিসেবে উপস্থাপন করবোই।
🎯 লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য হলো বাংলাদেশ থেকে শুরু করে এমনই এক বিশ্ব গড়া,যেখানে প্রতিটি মানুষ মর্যাদা,ভালোবাসা শ্রদ্ধা ভক্তি ও বিনয়ী চিত্তকে প্রাধান্য দিয়ে মানুষ মানুষের জন্য এ কথাকে মনে প্রাণে ধারণ করে ইহকাল ও পরকালের স্বার্থে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে নৈতিকতার আনুগত্যকে সাথে রেখে বেঁচে থাকতে পারে। এই লক্ষ্যই রেখে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। উদ্দেশ্য বলতে আমরা এতটুকু বুঝি মানুষ ও মানবতার জন্য নিবেদিত থাকা। মানুষের অধিকার জানান দেয়া ও গণমানুষের হয়ে বিশ্বব্যাপী স্বার্থহীন প্রতিনিধিত্ব করাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি সকল জাতি পেশা ধর্ম বর্ণ দল মত ও গোষ্ঠীভেদে মানবতাই শ্রেষ্ঠ মত পথ ও অবলম্বন ভেবেই অসহায়দের পক্ষে আমাদের অবস্থান। একই সাথে ঐ সকল মানুষের জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ও নাগরিক চাহিদা যোগান দিতে আমরা বদ্ধপরিকর।
@ আমাদের উদ্দেশ্যসমূহ:
মানবতার কল্যাণে বিশ্বব্যাপী সাহায্য, সহযোগিতা ও নৈতিক মূল্যবোধকে মানবিক ভাবধারায় গড়ে তুলে সকল অসহায় বিপদগ্রস্ত,ভাসমান গৃহহারা,নিরাপদ পানি সরবরাহ,সকল পেশায় আগত আগ্রহীদের ইন্টার্ন কোর্সে প্রশিক্ষণ দেয়া,সকল শ্রেণির শিক্ষার্থীদের নৈতিক সামাজিক চারিত্রিক মানবিক ও বিনয়ী জাতি হিসেবে তৈরি করার কর্মশালা ও জীবন গঠিনে অনুপ্রেরণা প্রদান শীর্ষক সিম্পোজিয়ামের আওতায় আনা,ধর্ম ভিত্তিক আলাদা কর্মশালা করা,সকল নারী পুরুষদের বিভিন্ন ক্যাটাগরিতে হাতে কলমে জীবিকা নির্বাহের প্রশিক্ষণ ও ক্ষেত্র তৈরি করে দেয়া,সকল বয়সের ও পেশার রোগের রোগীদের পরিপূর্ণ চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসাহীন অর্ধ মৃত মানুষের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা। তরুণ তরুণীদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করে বিনয়ী এবং মেধাবী জাতি হিসেবে রাষ্ট্রের প্রতিনিধি তৈরি করা সহ শিক্ষা,স্বাস্থ্য, প্রযুক্তি,পরিবেশ ও ইতিবাচক মনোভাব তৈরির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
পাশাপাশি দারিদ্র্য,দুর্যোগ ও নানান বৈষম্যের শিকার মানুষদের পাশে দাঁড়ানো। মানবিক ঐক্য,শান্তি ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়া সহ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ে রাষ্ট্রের সাংবিধানিক এবং সকল কমিউনিটির গৃহীত বিভিন্ন জনকল্যাণমুখী ও জনস্বার্থে বিরোধী সমস্ত সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে জনসাধারণের পক্ষে নিরপেক্ষ এবং স্বতন্ত্র মতামত প্রকাশ,প্রচার করার লক্ষ্য আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে গোলটেবিল আলোচনা,সংবাদ সম্মেলন,নাগরিক সংলাপ, উন্মুক্ত বিবৃতি সহ ইত্যাদি কর্মকাণ্ডে জনস্বার্থে জনগণের পক্ষে নিঃস্বার্থ ভাবে মানবিক ও গণমানুষের প্রতিনিধি সংস্থা হিসেবে সকল জাতি ধর্ম পেশা ও গোষ্ঠীর হয়ে প্রতিনিধিত্ব করা।
@ আমাদের মূলনীতি:
Humanity First প্রাইরোটি।
মানবতাই সর্বাগ্রে অগ্রাধিকার।
Integrity;
স্বচ্ছতা ও নৈতিকতার সঙ্গে কাজ করা এবং সর্বস্তরে মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে জবাবদিহিতা নিশ্চিত রাখা।
Empathy;
সহানুভূতি,ভালোবাসা ও মমতায় সেবা প্রদান।
বিনয়ী পথকে প্রাধান্য দিয়ে সত্য কে উন্মোচন করা।
Unity in Diversity;
বৈচিত্র্যের মধ্যেও ঐক্য এবং চেতনা শীল ন্যায্য অধিকারের আলোকপাত দ্বারা চিত্ত কেও প্রশিক্ষিত ও শান্তি প্রতিস্থাপন করা।
Service to All;
ধর্ম বর্ণ জাতি,গোষ্ঠী,লিঙ্গ,ভাষা ও মত পথ এবং নীতি আদর্শের উর্ধে তথা নির্বিশেষে সবার দোয়া আশীর্বাদ ও সেবাই মৌলিক রূপরেখা
##) আমরা যেসব ক্ষেত্রে কাজ করি
১) মানবিক সহায়তা যেমন;
খাদ্য,বস্র,আশ্রয়,শিক্ষা ও চিকিৎসা সহায়তা অন্যতম। পাশাপাশি জাতীয় নাগরিক স্বার্থে গণমানুষের প্রতিনিধি হয়ে জাতীয় গুরুত্বপূর্ণ ইসুর পক্ষে বা বিপক্ষে দাঁড়িয়ে ন্যায়ের অবস্থান মজবুত করা।
২) শিক্ষা উন্নয়ন:দরিদ্র ও অনগ্রসর শিশুদের শিক্ষা সহায়তার পাশাপাশি শিক্ষা সামগ্রী এবং কারিগরি শিক্ষায় পরিপূর্ণ করে দক্ষ জনশক্তি তৈরি করা।
৩) যুব তারুণ্য নেতৃত্ব:
তরুণদের সমাজসেবা ও নৈতিক নেতৃত্বে উৎসাহিত করা। পাশাপাশি স্বনির্ভর সমাজব্যবস্থায় কৃষি সহ উতপাদন বান্ধব কর্মক্ষেত্র সৃষ্টি করে স্বাধীন অর্থনৈতিক কাঠামো নির্মাণ করা।
৪) স্বাস্থ্য ও পরিবেশ:
জনসচেতনতা,প্রাথমিক চিকিৎসা,গর্ভবতীর সেবা চিকিৎসা,খতনা ক্যাম্পিং,চোখের ছানি পরিস্কার,শিশুদের পুষ্টি ও চিকিৎসা, ডায়াবেটিস রোগীদের বিশেষ ব্যবস্থা যেমন ফ্রী ঔষধ প্রদান ও ইনসুলিন প্রদান,রক্তদান ও পরিবেশ রক্ষা কার্যক্রম সহ ইত্যাদি।
৫) আন্তর্জাতিক সহযোগিতা:
বিশ্বের সবগুলো দেশ জাতি ব্যক্তি প্রতিষ্ঠান রাষ্ট্র ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সংস্থা, লোকাল ও আন্তর্জাতিক এনজিও সহ বিভিন্ন স্তরের সামাজিক সংস্কৃতিক অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন আমাদের মানবিক অংশীদারিত্ব রাখেন। পৃথিবীর যে কোন প্রান্ত হতে আমাদের সাথে ও আমাদের হয়ে কাজ করতে এবং সকল প্রকার সাহায্য সহযোগিতা আদান-প্রদান করতে পারবেন। অসহায় মানুষের সেবায় বিশ্বের যেকোনো দেশ হতে আর্থিক ভাবে,খাদ্য প্রেরণ করে ও বিবিধ উপায়ে মানবিক সহযোগিতা করতে পারবেন।